[Home] [Job] [Education] [Online Ticket] [Utility Bill] [Mobile & PC] [Newspaper] [Bank] [IPO] [Industry] [Health]

Requirement for IPO


** আই. পি. ও. করতে যা যা লাগবে জেনে নিন **
১. একটি ব্যাংক একাউন্ট করতে হবে ( সরকারী বা বেসরকারী যে কোন ব্যাংক-এ) ।
২. স্টক এক্সচেঞ্জ অনুমদিত যে কোন শেয়ার ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠান হতে বি. ও. (বেনিফিসারি অনারস ) একাউন্ট  করতে হবে ।
৩. একটি ব্যাংক একাউন্ট থেকে সর্বোচ্চ দুইটি বি. ও. একাউন্ট করতে পারবেন (একটি নিজস্ব একাউন্ট, এবং অন্যটি জয়েন্ট একাউন্ট ) ।

 **  বি. ও. একাউন্ট করতে লাগবে জেনে নিন **
১. ব্যাংক সার্টিফিকেট / ব্যাংক স্টেটমেন্ট ।
২. পাসপোর্ট আকারের ছবি (২ কপি ) এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ।
৩. নমিনী ছবি এবং নমিনীর জাতীয় পরিচয়পত্র / জন্ম নিবন্ধনের ফটোকপি ।
৪. শেয়ার ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠান ভেদে  ৬০০-১১০০/- টাকা ।
৫. সংশ্লিষ্ট শেয়ার ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠানের যে কোন একজন পরিচয়দানকারী গ্রাহকের স্বাক্ষর ।
৬. জয়েন্ট একাউন্ট-এর ক্ষেত্রে অন্য একজনের পাসপোর্ট আকারের ছবি (২ কপি ) এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ।